Site icon Jamuna Television

ঢাবি অধ্যাপক তাজমেরী ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজমেরী ইসলামের মুক্তি দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সাতদিনের মধ্যে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজমেরী ইসলামের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, যে মামলায় তাজমেরী ইসলামকে গ্রেফতার করা হয়েছে তা হাস্যকর ও অবিশ্বাস্য। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কখনও গাড়ি পোড়ানো বা সহিংসতার ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন না বলেও দাবি করেন তারা। অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থাকার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অবিলম্বে ড. তাজমেরীর মুক্তি দাবি করেন তারা।

/এডব্লিউ

Exit mobile version