Site icon Jamuna Television

প্রবাসী আয় বেড়েছে ১৭ শতাংশ

অর্থবছরের ৯ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৭ শতাংশের বেশি। এ সময়ে প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়েছেন এক হাজার ৭৬ কোটি ১৬ লাখ ডলার। গত অর্থবছরের ৯ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯শ’ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক, এ তথ্য জানিয়েছে।

গেল দু’ বছর প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও এ বছরের শুরুতে বাড়তে থাকে প্রবাসী আয়। প্রায় প্রতি মাসেই আগের মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। সবশেষ মার্চে প্রাবাসী বেড়েছে ২১ শতাংশ।

গত বছর এ মাসে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স আসলেও এ বছর এসেছে একশ’ ৩০ কোটি ডলারের বেশি। ডলারের দাম বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে প্রবাসী আয়ে এই ইতিবাচক ধারা।

সংশ্লিষ্টরা মনে করেন, রমজানকে সামনে রেখে স্বজনরা বেশি করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

Exit mobile version