Site icon Jamuna Television

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ২২

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার যাদবপুর বিওপির কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, আটককৃত সবাই বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে পারাপারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জিনারুল ইসলামের মেহগনি বাগানের মধ্যে থেকে ১৩ পুরুষ, ৪ নারী ও ৫ শিশুকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের সকলের বাড়ী বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version