Site icon Jamuna Television

সাভারে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিহত বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি:

পারিবারিক কলহের জেরে সাভারের আশুলিয়ায় বৃষ্টি আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আশাদুল পলাতক রয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাজুউদ্দিন সরকারের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, কক্ষটির দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্বামী শ্বাসরোধ করে হত্যার পর পালিয়েছে।

অভিযুক্ত আশাদুল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।

এসজেড/

Exit mobile version