Site icon Jamuna Television

করোনা চিকিৎসায় অ্যান্টি ভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেবে ডব্লিউএইচও

ছবি: সংগৃহীত।

করোনা চিকিৎসায় শিগগিরই বায়োটেক প্রতিষ্ঠান মার্ক এর অ্যান্টি ভাইরাল ট্যাবলেট- মলন্যুপিরাভির ব্যবহারের অনুমোদন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্থাটির শীর্ষ এক কর্মকর্তা।

ট্যাবলেটটির বিষয়ে পর্যবেক্ষণ শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির শুরুতেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। একই সাথে ফাইজারের মুখে খাওয়ার ওষুধের বিষয়েও পর্যবেক্ষণ করছে ডব্লিউএইচও’র গাইডলাইনস ডেভেলপমেন্ট গ্রুপ। গবেষণার ফলাফল প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির শেষ নাগাদ।

এর আগে গত বৃহস্পতিবার করোনা চিকিৎসায় নতুন দুটি পদ্ধতির ছাড়পত্র দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে করোনা চিকিৎসায় ফাইজার ও মার্ক অ্যান্ড কোং’এর মুখে খাওয়ার ওষুধ ব্যবহারে অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। গবেষণা ফলাফল বলছে, হাসপাতালে যাওয়ার প্রয়োজনিয়তা বা মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে অ্যান্টিভাইরাল মলন্যুপিরাভির।

এসজেড/

Exit mobile version