Site icon Jamuna Television

করোনা পর এবার হৃদরোগে আক্রান্ত বায়ার্ন মিউনিখের আলফানসো

ছবি: সংগৃহীত

করোনা থেকে মুক্তির পর এবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বায়ার্ন মিউনিখের রক্ষণভাগের খেলোয়াড় আলফানসো ডেভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ জুলিয়ান নাগেলসমান। অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করার পর হৃদযন্ত্রের সমস্যা ধরা পরে ডেভিসের। আপাতত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন কানাডার এই ফুটবলার। ফলে কানাডার হয়েও খেলতে পারবেন না তিনি।

প্রসঙ্গত, চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে কানাডার। ১৯৮৬ সালের পর কানাডার সামনে ফের সুযোগ রয়েছে ফুটবল বিশ্বকাপ খেলার।

Exit mobile version