Site icon Jamuna Television

পুতিনের সাথে সুসম্পর্ক রাখতে চান ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে বাল্টিক অঞ্চলের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

তবে এটিকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সাম্প্রতিক রুশ কূটনীতিক বহিষ্কারের ঘটনায় যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বেশি সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে এমন দাবি করলেও ট্রাম্প বলেন, পুতিনের সাথে সুসম্পর্কে তৈরিতে বাধা সৃষ্টি করবে না তা।

রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা দোষের কিছু নয় বলেও দাবি করেন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউজ জানিয়েছে শিগগিরই পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version