Site icon Jamuna Television

জমে উঠছে বাণিজ্য মেলা, ক্রেতাদের ভিড় দেখে খুশি বিক্রেতারাও

ছবি: সংগৃহীত।

ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এখন কেনাকাটাতেও গতি এসেছে। আর ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বিক্রেতারাও খুশি।

সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ক্রেতার আনাগানো কিছুটা কম হলেও, ছুটির দিনগুলোতে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা জানান, রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, ভৈরব অঞ্চল থেকে প্রতিদিন মেলায় ক্রেতা-দর্শনার্থীরা আসছেন।

ছুটির দিনে ঢাকা কেন্দ্রীক ক্রেতা-দর্শনার্থীরা মেলায় আসছেন। ফার্নিচার, ইলেকট্রনিক ও গৃহ সামগ্রীর বেচাকেনা বেশি হচ্ছে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও তাদের পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছেন। আশা, আরও ক্রেতা আসবেন মেলার বাকি দিনগুলোতে। সন্তোষজনক ব্যবসা হবে বলেও আশাবাদী বিক্রেতারা।

এসজেড/

Exit mobile version