Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ; উদ্বোধনী ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান যুবাদের দেয়া ১৭০ রানের টার্গেট মাত্র ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অজি তরুণরা।

আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১২ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে উইন্ডিজ। মিডল অর্ডারে রিভালদো ক্লার্ক ও আকিম অগাস্ট ইনিংস মেরামোতের চেষ্টা করেন। ক্লার্কের ৩৭ আর আকিমের ৫৭ রানের ইনিংসের পরও, লোয়ার অর্ডারে কেউ বড় স্কোর করতে না পারায় ১৬৯ রানে অলআউট হয় ক্যারিবিয়ান যুবারা।

আরও পড়ুন: ডান, বাম দুই হাতেই বল করতে সক্ষম অস্ট্রেলিয়ার স্পিনার

টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া যুবারাও। কিন্তু ওপেনার টিগ ওয়াইলির অপরাজিত ৮৬, কুপার কনলির ২৩ আর নিভেদন রাধাকৃষ্ণের ৩১ রানের ইনিংসে ৬ উইকেটের সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

জেডআই/

Exit mobile version