Site icon Jamuna Television

পার্লামেন্টে সমালোচনার মুখে ইমরান খান

ছবি: সংগৃহীত

এবার পার্লামেন্টে নিজ দলের সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।

শুক্রবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশকে অবজ্ঞার জন্য ইমরান সরকারের তীব্র সমালোচনা করেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্য নূর আলম খান। এর আগেরদিনই প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকের সমালোচনার মুখোমুখী হন ইমরান খান।

পার্লামেন্টে নূর আলম খান বলেন, পার্লামেন্টের প্রথম তিনটি সারি যারা দখল করে আছেন, তারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছেন। তাদের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে থাকা উচিত, তাতে রক্ষা পাবে পাকিস্তান। পার্লামেন্টের ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। উল্লেখ্য, ট্রেজারি বেঞ্চেই বসেন দেশটির পার্লামেন্ট নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে, বৃহস্পতিবার ইমরান খানের সমালোচনা করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক বলেন, দয়া করে আপনারা এয়ারক্রাফট, ল্যান্ডক্রুজার, বিএমডব্লিউ থেকে বেরিয়ে আসুন। দেখুন মৌলিক সুযোগ-সুবিধাবঞ্চিত হয়ে মানুষ কতটা দুর্ভোগে ভুগছে। বিলাসিতার খোলস থেকে বেরিয়ে আসুন, মানুষের কথা ভাবুন।

/এসএইচ

Exit mobile version