Site icon Jamuna Television

নতুন বছরে নতুন লুক, চমকে দিলেন জেন মালিক

২০২২ সালে ইনস্টাগ্রামে করা প্রথম পোস্টেই সাড়া ফেলেছেন জনপ্রিয় গায়ক জেন মালিক।

নতুন বছরের শুরুতে ইনস্টাগ্রামে নিজের নতুন লুক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন হার্টথ্রব ব্রিটিশ সঙ্গীতশিল্পী জেন মালিক।

শনিবার (১৫ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন তিনি। ২০২১ সালে ব্রিটিশ এ সঙ্গীতশিল্পীর এটিই প্রথম পোস্ট। সেলফিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস আর দাড়ি-গোঁফে মুখ ঢাকা জেনের। গায়ে পরেছেন কালো লেদার জ্যাকেট। সচরাচর এমন লুকে দেখা যায় না ওয়ান ডিরেকশনের সাবেক এ সদস্য। ছবিটি পোস্ট করার সাথে সাথে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। ১৭ ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে ৫.৫ মিলিয়ন!

নতুন লুকে জেন মালিক।

উল্লেখ্য, সাবেক প্রেমিকা জিজি হাদিদের মা ইয়োল্যান্ডার সাথে ঝামেলার পর থেকেই শোবিজে বেশ কিছুটা নিস্ক্রিয় জেন মালিক। তার বিরুদ্ধে জিজিকে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন ইয়োল্যান্ডা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেন।২০২১ এর অক্টোবরে ইয়োল্যান্ডার সাথে ঝামেলায় জড়ানোর পরপরই সম্পর্ক ভেঙে যায় জেন ও জিজির।

/এসএইচ 

Exit mobile version