Site icon Jamuna Television

‘পুষ্পা’র আইটেম গানের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন সামান্তা?

ছবি: সংগৃহীত।

ভারতের তেলেগু ছবি ‘পুষ্পা’ ছবিটি সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে। বিশেষ করে এই ছবিতে সামান্তা প্রভুর আইটেম গান নিয়েও চর্চার শেষ নেই। কিছু দিন আগেই স্বামী নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। পুষ্পা ছবিতে মিনিট তিনেকের এই আইটিম গানটিতে বড় অংকের পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। খবর আনন্দবাজার পাত্রকার।

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল, পর্দায় এই আইটেম গান ফুটিয়ে তুলতে দেড় কোটি রুপি চেয়েছিলেন সামান্থা। কিন্তু এখন শোনা যাচ্ছে, দেড় কোটিরও তিন গুণ বেশি অর্থ দাবি করেছিলেন সামান্তা। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।

দক্ষিণী ইন্ডাস্ট্রির এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, পুষ্পা ছবির আইটেম গানের জন্য প্রচুর পারিশ্রমিক নিয়েছেন সামান্তা। মূলত তিনি প্রথমে এতে রাজিই হতে চাইছিলেন না। পরে ছবির নায়ক অল্লু অর্জুন শেষমেশ ওকে রাজি করায়। এরপরই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে ছবিতে কাজ করতে রাজি হন সামান্তা।

এসজেড/

Exit mobile version