Site icon Jamuna Television

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলনের তারিখ ঘোষণা

ফাইল ছবি।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হলসমূহের সমন্বিত সম্মেলন আগামী ৩০ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২০১৬ সালের নভেম্বরে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনের পর কমিটি গঠন করা হয় একই বছরের ডিসেম্বরে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক ছিলেন মোতাহার হোসেন প্রিন্স। আর কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বে সভাপতি হিসেবে ছিলেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন এসএম জাকির হোসাইন।

২০১৮ সালের ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান রেজোয়ানুল হক চৌধুরী শোভন। আর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান গোলাম রাব্বানী। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান সঞ্জিত চন্দ্র দাস। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাদ্দাম হোসেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, এক বছর মেয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটি দেয়ার বাধ্যবাধকতা থাকলেও দেড় বছর আগে মেয়াদ শেষ হওয়ার পর অবশেষে ঘোষণা হলো সম্মেলনের তারিখ।

জেডআই/

Exit mobile version