Site icon Jamuna Television

ড্রাইভার সেজে বিমানবন্দরে শাদাবকে বরণ করলেন হাসান (ভিডিও)

ছবি: সংগৃহীত।

করোনাকালীন সময়ে মাস্ক পরে সহজেই নিজেকে আড়াল করা যায়। ভক্তদের বিড়ম্বনা এড়াতে তারকাদেরও তাই আলাদা করে ছদ্মবেশ ধারণ করতে হয় না। সেই সুবিধাটাই নিলেন পাকিস্তান দলের পেসার হাসান আলী।

ড্রাইভার সেজে অস্ট্রেলিয়া ফেরত শাদাব খানকে বরণ করতে গেছেন বিমানবন্দরে। মাস্ক পরে থাকায় হাসানকে দেখে প্রথমে চিনতেই পারেননি শাদাব।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলে দেশে ফিরেছেন শাদাব। যদিও চার ম্যাচ খেলেই দেশে ফিরেছেন তিনি। কারণ, কয়েকদিন পরই শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল)। এছাড়া করোনা সংক্রমণও বৃদ্ধি পেয়েছে। তাই তাকে ডেকে পাঠিয়েছে পিসিবি।

দেশে ফিরে বিমানবন্দরে এমন অভ্যর্থনা পাবেন তা ভাবেননি শাদাব। শাদাবকে অভ্যর্থনার সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড।

ভিডিওতে দেখা যায়, মাস্ক পরে মানুষ যেখানে তাদের প্রিয়জনকে অভ্যর্থনা জানায় সেখানে দাঁড়িয়ে আছেন হাসান। তার হাতে ছিল একটি কাগজ। যেখানে লেখা ছিল ‘মি. শাদাব খান।’ সাধারণত বড় কোনো অতিথির জন্য এভাবে দাঁড়িয়ে থাকে ড্রাইভাররা।

জেডআই/

Exit mobile version