Site icon Jamuna Television

তীর রক্ষা প্রকল্প শুরুর দাবিতে নড়িয়ায় অবরোধ

শরীয়তপুরের নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর সুরক্ষা প্রকল্প তিন মাস আগে একনেকে অনুমোদন হলেও, কাজ শুরু না হওয়ায় নড়িয়ায় দিনব্যাপী অবরোধ কর্মসূচী পালন করছে নড়িয়া উপজেলাবাসী।

অবিলম্বে কাজ শুরুর দাবীতে বুধবার সকাল থেকে নড়িয়া উপজেলার সব হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। নড়িয়া-ঢাকা, নড়িয়া-ভেদরগঞ্জ ও নড়িয়া-শরীয়তপুর সদর সড়কসহ স্থানীয় সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালন করছে এলাকাবাসী। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচী চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

সকাল ১১টায় নড়িয়া বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রতি বছরই নড়িয়া ও জাজিরার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী বর্তমানে নড়িয়া উপজেলা সদরের এক কিলোমিটারের মধ্য চলে এসেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষা মৌসুমেই সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে।

গত ২ জানুয়ারী ১ হাজার ৯৭ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের নড়িয়া- জাজিরার পদ্মা নদীর ডান তীর সুরক্ষা প্রকল্প একনেকে অনুমোদন পেলেও দৃশ্যত কোনো কাজ শুরু হয়নি।

Exit mobile version