Site icon Jamuna Television

সীমান্তে আমাদের সফলতা কেউ কেড়ে নিতে পারবে না: ভারতীয় সেনাপ্রধান

ছবি: সংগৃহীত।

সীমান্তে ভারতীয় সেনাদের শক্ত অবস্থান কেউ বদলাতে পারবে না। লাদাখে চীনের আগ্রাসন চেষ্টা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।

ভারতীয় সেনাবাহিনী গঠনের ৭৪তম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারি) সেনা সমাবেশে যোগ দেন তিনি। লাইন অব কন্ট্রোলে ৩০০-৪০০ জন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। জেনারেল মনোজ মুকুন্দ বলেন, ড্রোনের মাধ্যমে অস্ত্র চোরাচালানের চেষ্টা চলছে। তবে সেসব অপচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন ভারতীয় সেনাপ্রধান।

তিনি আরও বলেন, বরফে ঢাকা অঞ্চলে আমাদের সেনারা দৃঢ় মনোবল নিয়ে প্রহরায় আছে। আমাদের ধৈর্য্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেয়ার চেষ্টা করা ঠিক হবে না। আমাদের বার্তা স্পষ্ট। সীমান্তে আমাদের সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না।

চীনের সাথে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার অমীমাংসিত সীমান্ত এলাকা রয়েছে। দু’দেশেরই বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা আছে ওই অঞ্চলে। ২০২০ সালে লাদাখে সংঘর্ষেও জড়িয়েছিল দু’পক্ষ।

এসজেড/

Exit mobile version