Site icon Jamuna Television

বিশ্বে একদিনে ২৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ পর বিশ্বব্যাপী কিছুটা কমলো দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা। শনিবার (১৫ জানুয়ারি) নতুনভাবে ২৪ লাখ মানুষের দেহে মিললো করোনা।

এদিন ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন আরও পাঁচ হাজার ৭০০ মানুষ। যা ১৭ অক্টোবরের পর সর্বনিম্ন। অবশ্য, দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে এখনো যুক্তরাষ্ট্র। দেশটিতে শনিবারও ৪ লাখের বেশি মানুষের দেহে মিললো করোনা। এদিন, মার্কিন মুলুকে প্রাণ হারান ৮৮৬ জন।

সপ্তাহজুড়ে দিনে ৩ লাখের ওপর সংক্রমণ শনাক্ত দেখছে ফ্রান্স। ইউরোপের দুই প্রতিবেশী ইতালি ও স্পেনেও দু’লাখের কাছাকাছি মানুষের শরীরে মিললো ভাইরাসটির উপস্থিতি। ভারতে দু’লাখ ৭১ হাজারের মতো শনাক্ত হলো সংক্রমণ। প্রাণ হারিয়েছেন ৩১৪ জন। এদিকে, রাশিয়ায় দৈনিক প্রাণহানি ৭২৩ জন হলেও নিম্নমুখী শনাক্তের হার।

Exit mobile version