Site icon Jamuna Television

বিকেলে ভিরাটের পদত্যাগের ঘোষণা, রাতে শুভেচ্ছা জানালেন সৌরভ

ছবি: সংগৃহীত।

টুইটারে এক পোস্ট দিয়ে শনিবার (১৫ জানুয়ারি) বিকেলেই ভারতের টেস্ট অধিনায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভিরাট কোহলি। তার এ ঘোষণার পর স্থানীয় সময় রাত ১২টা ৪৭ মিনিটে এ নিয়ে প্রতিক্রিয়া জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

রাতে টুইট করে সৌরভ লেখেন, ভিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ সদস্য হবেন। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।

ক্রিকেট বোর্ডের তরফ থেকেও প্রায় একই সময়ে টুইট করে লেখা হয়, অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভিরাট কোহলিকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলি।

এসজেড/

Exit mobile version