নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তোলারাম কলেজের নারী কেন্দ্রে একজন ভোটারের দেখা মিলেছে। যিনি শারীরিক সক্ষমতার ধরনে বিশেষ হওয়া সত্ত্বেও হামাগুড়ি দিয়ে নাগরিক দায়িত্ব পালন করতে ভোটকেন্দ্রে এসেছেন।
ওই নারী ভোটার জানান, তিনি চাষাড়া থেকে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ কেন্দ্রে ভোট দিয়ে গিয়েছেন। কেন এত কষ্ট করে ভোট দিতে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নাগরিক দায়িত্ব থেকেই ভোট দিয়েছেন। স্থানীয় ভোটার হওয়ায় দূর থেকে হলেও ভোট দিতে এসেছেন তিনি। ওই নারী জানান, কেউ তাকে ভোট দিতে চাপ প্রয়োগ করেনি।
এমনকি দার প্রতিবেশিরা ভোট দিতে তাকে উৎসাহ দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, প্রতিবন্ধকতা থাকায় ভোটকেন্দ্রের সিরিয়ালে তাকে সবাই অগ্রাধিকার দেবে বলে সবাই সাহস দিয়েছে তাকে।
এদিকে নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সকাল পর্যন্ত ভালোই লক্ষ করা গেছে। তবে ভোটগ্রহণে দীর্ঘ সময় লাগছে। ইভিএম সত্ত্বেও কেন এত সময় লাগছে, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা। তারা এজন্য ভোটারদের অনভিজ্ঞতাকে দায়ী করছেন।
তবে ভোটাররা স্বীকার করছেন, প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা বুঝে উঠতে পারছেন না। এতে প্রক্রিয়াটি বুঝতে এবং ভোট দিতে সময় লাগছে। এছাড়াও নারী ভোটারদের আঙ্গুলের ছাপে সমস্যা ভোট দিতে বেশি সময় লাগার অন্য একটি কারণ।
পাশাপাশি, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে না দেয়ায় মোবাইল ফোন জমা দেয়া এবং ভোট সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে। তবে সব কেন্দ্রে এমন হচ্ছে না। কোনো কোনো কেন্দ্রে মোবাইল নিয়েই ঢোকা যাচ্ছে।
/এডব্লিউ
Leave a reply