Site icon Jamuna Television

বই মেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে

ছবি: সংগৃহীত।

করোনার কারণে এ বছরেও বই মেলা শুরুর তারিখ পেছানো হচ্ছে। জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। মহামারির কারণেই বই মেলা দু’সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঐতিহ্য অনুযায়ী এ বছরও ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। গত বছরেও করোনা মহামারির কারণে মেলা শুরু হয় ১৮ মার্চ থেকে। মেলার সময় কমিয়ে ১২ এপ্রিলে শেষ করা হয়।

গত বছরের বই মেলা নিয়ে প্রথম থেকেই ছিল অনিশ্চয়তা। প্রথমে ভার্চুয়ালি বা অনলাইনে বই মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়। তবে স্বাস্থ্যবিধি ও বিভিন্ন বিধিনিষেধ মেনে ১৮ মার্চ থেকে শুরু হয় বই মেলা। এ বারও বই মেলা শুরুর দিন পেছানো হলো।

এসজেড/

Exit mobile version