Site icon Jamuna Television

‘ভোগ’-এ কার সঙ্গে ঐশ্বরিয়া?

আবারও উত্তাপ ছড়াচ্ছেন ঐশ্বরিয়া। মেদ ঝরিয়ে একটু আলাদা সাঝ ও ঢঙে নিজেকে মেলে ধরতে চাইছেন এই বলিউড সুন্দরী ও বচ্চন পরিবারে বউ। কিন্তু তার সাথে ও কে?

ভোগ ইন্ডিয়ার এপ্রিল মাসের প্রচ্ছদে একেবারেই ভিন্ন ধরনের এক পার্টনারের সঙ্গে, যাকে বলে  ‘কুল কুল ফ্লার্টি লুকে’ আবেদনের ছড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

তার সঙ্গে জুটি বাঁধা পার্টনারটি আর কেউ নন, তিনি হচ্ছেন গায়ক এবং নায়ক ফ্যারেল উইলিয়ামস।

কিন্তু এক সাক্ষাৎকারে অ্যাশ জানিয়েছিলেন, এই ছবিগুলো শুটের জন্য তাকে সাংসারিক নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে।

এদিকে অভিনয় পেশায় তিনি আপাতত ব্যস্ত আছেন ‘ফ্যানি খান’-এর শুটিং নিয়ে। হাতে রয়েছে ‘রাত অউর দিন’-এর রিমেকের প্রস্তাব।

শুধু তাই নয়, ‘উহ কৌন থি’ নামের আরও একটি ছবির রিমেকের প্রস্তাব তাকে দেওয়া হয়েছে।

বলতে গেলে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ নিয়ে রূপালী পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বচ্চন পরিবারের বউ।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version