Site icon Jamuna Television

‘কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা বানাবো’

ছবি: সংগৃহীত

কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা বানাবো বলে মন্তব্য করেছেন ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। খবর আনন্দবাজার পত্রিকার।

হেমা মালিনীর পরে এবার কঙ্গনা রানাউত। খানাখন্দহীন, মসৃণ রাস্তার উপমায় চলে এলো আর এক বলিউড অভিনেত্রীর গাল! ঝাড়খণ্ডের জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির ওই বিতর্কিত মন্তব্য নিয়ে ইতোমধ্যেই দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক।

পেশায় চিকিৎসক ইরফান সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, জামতাড়ায় ১৪টি বিশ্বমানের রাস্তার নির্মাণ শীঘ্রই শুরু হবে। আমি আশ্বাস দিচ্ছি যে রাস্তাগুলি চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের চেয়েও মসৃণ হবে। তার ওই মন্তব্যের ভিডিও সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ কংগ্রেস বিধায়ক নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।

সম্প্রতি ইরফান বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণে ঠেকাতে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা শরীরের পক্ষে ক্ষতিকর। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলে শরীরে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ঢুকে পড়ার সম্ভাবনা থাকে বলেও দাবি করেছিলেন তিনি। ইরফানের ওই মন্তব্যের জেরেও বিতর্ক তৈরি হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৫ সালে আরজেডি প্রধান লালুপ্রসাদ দাবি করেছিলেন বিহারের রাস্তাগুলিকে হেমা মালিনীর গালের মতো মসৃণ করে দেবেন। সম্প্রতি মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী তথা শিবসেনা নেতা গুলাবরাও পাটিল দাবি করেন, তার কেন্দ্র ধারনাগাঁওয়ের রাস্তা হেমার গালের মতো মসৃণ করে দিয়েছেন তিনি। মথুরার বিজেপি সংসদ সদস্য হেমা এরপর বিষয়টি নিয়ে সরব হন। রাজ্য নারী কমিশনের হুঁশিয়ারির মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন গুলাবরাও।

ইউএইচ/

Exit mobile version