Site icon Jamuna Television

রেকর্ড গড়তে ঢাকার রাস্তায় প্রতীকী পরিছন্নতা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পরিছন্ন পরিছন্নতা কার্যক্রম চালিয়ে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চান।

বুধবার দুপুর নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

বেসরকারি কোম্পানি রেকিট বেঙ্কিজার বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচি চালানো হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেকিট বেঙ্কিজারের বিপণন পারিচালক সৈয়দ তানজিম রেজওয়ান।

মেয়র বলেন, “সর্বাধিক সংখ্যক মানুষের সাহায্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “সামাজিকভাবে বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা বিষয়ে সচতনতা সৃষ্টির জন্য এ পদক্ষেপ।”

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ই এপ্রিল সকাল ৯টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।

হোক না প্রতীকী, কেউ যদি আপনার প্রিয় শহর ঢাকার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলতে আসে রেকর্ডের কথা তো গৌরবের সহিত বলতে পারবেন! প্রিয় শহর বলে কথা।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version