Site icon Jamuna Television

শিল্পকলার মহাপরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ জানুয়ারি) সকাল দশটায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেয়া হয়। অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে একাডেমির বিপুল অর্থ আত্মসাতসহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ এলে যাচাই বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান কমিটি তার কাছে ২০১৯-২০ এবং ২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ বাজেট এবং ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্রের ফটোকপি তলব করে।

এর আগে, গত ৬ জানুয়ারি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন।

Exit mobile version