Site icon Jamuna Television

মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপায় যুবক নিহত

দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈর ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্রিজ এলাকায় রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ইলেক্ট্রিশিয়ান বাবু (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমগ্রাম ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি দ্রুত বেগে চালিয়ে যাওয়ার সময় টেকেরহাট গামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী তায়েফ (১৭) ও তানজিল (১৮) গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক বাবু উপজেলার বেপারী পাড়া গ্রামের এসএম আবুল মিয়া ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, মাদারীপুর গামী মোটরসাইকেল ও টেকেরহাট গামী ট্রাকের সাথে ধাক্কা লাগলে, ঘটনাস্থলেই বাবু মারা যায়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

এসজেড/

Exit mobile version