Site icon Jamuna Television

আমাদের মেয়াদে নাসিক নির্বাচন সর্বোত্তম: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব বলেছেন, আমাদের পাঁচ বছর মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম। রাজধানীর ইসি কার্যালয় থেকে রোববার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসিক নির্বাচনে উল্লেখযোগ্য সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন।

তবে বিস্ময় প্রকাশ করে মাহবুব তালুকদার বলেন, একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো চিঠি পর্যন্ত দেয়া হয়নি। বরং বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি।

এ সময় আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন। অপরাধের বিভাজন কোথায় আছে? তাহলে অন্যান্য সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেয়া হলো কেন? এসব বিষয় নির্বাচনে নিরপেক্ষতার লক্ষণ নয়।

নাসিক নির্বাচনে নিজের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে বলেন, আমাদের মেয়াদে এটি সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। শেষ ভালো যার, সব ভালো তার।

/এমএন

Exit mobile version