Site icon Jamuna Television

গাড়ি চুরি করে হতে চেয়েছিলেন ‘কার কিং’ অতপর…

ছবি: সংগৃহীত

শখ হয়েছিল ‘কার কিং’ হওয়ার। উদ্দেশ্য ধনী হয়ে বিলাসী জীবন কাটাবেন। তার জন্যও বেছে নিয়েছিলেন দামি গাড়ির যন্ত্রপাতি চুরির পথ। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানের সিভিল লাইন এলাকা থেকে ৪২ বছর বয়সী ওই লোককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তিনটি গাড়ি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্লেট, একাধিক গাড়ির চাবি এবং গাড়ি চুরির যন্ত্রপাতি।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, দিল্লি উত্তরের ডিসিপি সাগর সিং কালসি এ ব্যাপারে বলেন, ‘কার কিং’ নামধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে গাড়ির যন্ত্রাংশ ও বেশ কিছু চাবি উদ্ধার করা হয়েছে। গাড়ি চোরের কাজের পদ্ধতি সম্পর্কে পুলিশ কর্মকর্তা কালসি বলেন, ধরুন কাশ্মীরে কোনো গাড়ি দুর্ঘটনা হলো এবং বেশি ক্ষতিগ্রস্ত সেই গাড়িটি আর ব্যবহার করা হচ্ছে না। গাড়িটির মালিক ‘কার কিং’র সাথে যোগাযোগ করে বললেন একই ধরনের একটি গাড়ির ব্যবস্থা করে দিতে। চাহিদা অনুযায়ী তিনি অন্য আরেকটি গাড়ি ‘যোগাড় করে’ তাতে পুরনো নম্বর প্লেট লাগিয়ে দেন।

আরও পড়ুন: প্রেমের টানে ভারতে গিয়ে ধরা পড়লেন বাংলাদেশি তরুণী

পুলিশ বলছে, ১০ জানুয়ারি সিভিল লাইন এলাকার শ্রেতাঙ্ক আগারওয়াল তার বাড়ি থেকে একটি দামি টয়োটা গাড়ি হারানোর অভিযোগ দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজধানীর কাশ্মীরি গেট থেকে একই ধরনের গাড়িসহ কুনালকে ধরে ফেলে। তদন্তে দেখা যায়, গাড়িটির রেজিস্ট্রেশন এবং চেসিস নম্বর মিলছে না।

জিজ্ঞাসাবাদে কুনাল পুলিশকে বলেছেন, ২০১৩ সাল থেকে বিলাসবহুল গাড়ি চুরি করে আসছেন তিনি। চুরি করা গাড়ি বিক্রি করেন উত্তরপ্রদেশ এবং কাশ্মিরে। নয়াদিল্লির অমর কলোনিতে তার বাবার দোকান রয়েছে।

/এনএএস

Exit mobile version