Site icon Jamuna Television

ময়মনসিংহে পুলিশ হত্যাচেষ্টার আসামি গুলিতে নিহত

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের ওপর হামলা মামলার আসামি পুলিশের গুলিতে নিহত হয়েছে।

গত ২৭ মার্চ রাত ১২টার দিকে উপজেলার জেলখানা রোড এলাকায় স্থানীয় মাদক বিক্রেতা উজ্জল, আসাদুজ্জামান আসাদ নামে পুলিশের এক উপ-পরিদর্শকে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গরীপুর থানায় একটি মামলা দায়ের হয়।

পুলিশ জানায় ঘটনার পর পর উজ্জলকে আটক করার চেষ্টা করে পুলিশ তবে উজ্জল পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে তিনটার দিকে উজ্জলকে গ্রেফতারে ময়মনসিংহ চর কুলিয়ামারি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে এসময় পুলিশের গুলিতে নিহত হয় উজ্জল। পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এদিকে আহত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version