Site icon Jamuna Television

অর্ধেক বল হাতে রেখেই বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশকে হারালো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে দিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। ১৪৯ বল হাতে রেখে টাইগার যুবাদের তারা হারায় ৭ উইকেটে।

বাংলাদেশের দেয়া ৯৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে ২৬ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতে সুবিধা করতে পারেনি ইংলিশ যুবারা। তবে এর পর জ্যাকব বেথেল ও জেমস রিউ ৬৫ রানের জুটি গড়লে সহজেই জয়ের নাগাল পায় ইংল্যান্ড। বেথেল ৪৪ রানে আউট হলেও ২৬ রানে অপরাজিত থাকেন রিউ।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে জোশুয়া বয়ডেনের বোলিং তোপে ৩৫.২ ওভারে ৯৭ রানেই সবকটি উইকেট হারায় রাকিবুল হাসানের দল।

শুরুতেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়েন যুব টাইগাররা। বাঁহাতি পেসার জশুয়া বয়ডেন একাই ধস নামান। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। ৫১ রানে নবম উইকেট পড়ার পর শেষ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে নাইমুর রহমান ও রিপন মন্ডল বাঁচান বাংলাদেশের মান। রিপন মন্ডল করেন ৩৩ রান।

আরও পড়ুন: কাজের প্রতি ভিরাটের সততা, নিষ্ঠা ও ভালোবাসায় গর্বিত আনুশকা

বাংলাদেশের মাত্র ৪ ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। ইংল্যান্ড ছাড়াও এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।

জেডআই/

Exit mobile version