Site icon Jamuna Television

নাসিক নির্বাচনে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে চ্যাংদোলা করে ভোটকেন্দ্রে আনে বিজিবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নগরীর সিদ্ধিরগঞ্জে সাত নম্বর ওয়ার্ডে এক পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তিকে চ্যাংদোলা করে ভোটকেন্দ্রে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি দল।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এম হাবিব ইবনে জাহানের নেতৃত্বে একটি দল ওই ব্যক্তিকে চ্যাংদোলা করে ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির এমন আচরণে ভোটকেন্দ্রে আসা সাধারণ নাগরিকেরা খুশি।

রোববার (১৬ জানুয়ারি) তৃতীয়বারের মতো নাসিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী জিতে হ্যাটট্রিক করেছেন।

Exit mobile version