Site icon Jamuna Television

১২তম স্প্যানিশ কাপ জিতলো রিয়াল

অ্যাথলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ রিয়াল মাদ্রিদের। এই নিয়ে ১২ তম বার স্প্যানিশ কাপ জিতলো রিয়াল।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালটি হয় সৌদি আরবের রিয়াদে। আক্রমণাত্বক রিয়াল ম্যাচের শুরুতেই বার কয়েক গোলের সুযোগ তৈরি করেও নষ্ট করে। ৩৮ মিনিটে দলটি কাঙ্খিত গোলের দেখা পায়। দলকে লিড এনে দেন লুকা মদ্রিচ। বিরতি থেকে ফিরে দলের হয়ে দ্বিতীয় গোল করেন করিম বেনজেমা।

৫২ মিনিটে পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করেন এই ফরোয়ার্ড। শেষ দিকে বিলবাও পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেনি। মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষে ঘুরে দাড়াতে পারেনি আগের বারের চ্যাম্পিয়ন দলটি।

/এডব্লিউ

Exit mobile version