Site icon Jamuna Television

কুমিল্লার ১১টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান-মেম্বারদের জয়ী করার পাঁয়তারা

কুমিল্লায় ষষ্ঠ ধাপে ৪১টি ইউনিয়নে নির্বাচন। তার আগেই মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান-মেম্বারদের জয়ী করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচনে অংশ নিতে না পারা প্রার্থীরা। তারা বিক্ষোভ করেছে জেলা নির্বাচন কর্মকর্তার অফিসের সামনে।

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি কুমিল্লার ৩ উপজেলার ৪১টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। বিক্ষোভকারীদের অভিযোগ, অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ দিনেও মনোনয়পত্র কিনতে দেয়া হয়নি মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের।

তাদের অভিযোগ দু’একজন প্রার্থীকে মনোনয়নপত্র কেনার সুযোগ দিলেও শেষ পর্যন্ত তাও জমা নেয়নি কমিশন। তাই এই ১১ ইউনিয়নে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। চোখের সামনে এতকিছু তারপরও সবকিছুই যেন অজানা নির্বাচন কর্মকর্তার।

এর আগে, দ্বিতীয় ধাপের ভোটে লাকসাম উপজেলায় ৬টি ইউনিয়নে বিনা ভোটে ৬ চেয়ারম্যানসহ অন্য প্রার্থীরা নির্বাচিত হন।

Exit mobile version