Site icon Jamuna Television

মুখ ভেংচি দিচ্ছে রোবট! হতবাক নেটিজেনরা (ভিডিও)

ছবি: সংগৃহীত।

কালের আবর্তে প্রযুক্তির নানা বিস্ময়কর আবিষ্কার দেখেছে বিশ্ব। বদলেছে রোবটের ব্যবহার ও ক্ষমতা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। অনেকে এতে বিজ্ঞানকে বাহবা দিচ্ছেন, কেউ ভবিষ্যতের কথা ভেবে হচ্ছেন আতঙ্গিত।

গত ১৩ জানুয়ারি টুইটারে আপলোড করা হয় ভিডিওটি। এরপর থেকে এটি দেখা হয়েছে দুই কোটি তিন লাখেরও বেশিবার। সেখানে একটি নির্মাণাধীন রোবটকে মানুষের মতোই নানা মুখাভঙ্গি করতে দেখা গেছে। মানুষের মতো চোখ, চুল, ভ্রু, নাক এবং ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটিজেনরা। রোবটিটর চামড়া দেখেও বোঝার উপায় নেই সেটি নকল।

ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। কেউ কেউ বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি দেখে বিশ্মত হয়েছেন। কেউ বা বলছেন, এই ধরনের রোবট তৈরি করা এখনই বন্ধ করা দরকার। এগুলো মানব জাতির জন্য হুমকি স্বরূপ।

এসজেড/

Exit mobile version