Site icon Jamuna Television

রাষ্ট্রপতির সাথে আজ আ’লীগের সংলাপ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সংলাপে অংশ নিতে আজ বঙ্গভবনে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হােসেন আমু, তােফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মাে. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

ইউএইচ/

Exit mobile version