Site icon Jamuna Television

চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য আটক

ছবি: প্রতীকী

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল ঢাকা সিআইডির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারকদের গ্রেফতার করে।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে সিআইডি হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে ডিআইজি ইমাম হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, প্রতারকরা বিভিন্ন এলাকায় দালালের মাধ্যমে চাকরি দেয়ার নাম করে টাকা নিতো। কিন্তু তাদের চাকরি না দিয়ে সেই অর্থ আত্মসাৎ করতো প্রতারকরা। পল্টন থানার একটি মামলার তদন্তে নেমে প্রতারকদের সন্ধান পায় সিআইডি। অভিযান চালিয়ে প্রতারকদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৫০ বছরের বেশি বয়সীরা বুস্টার ডোজ পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
ইউএইচ/

Exit mobile version