Site icon Jamuna Television

‘সচিবদের পিয়নরাও এমপিদের দাম দেন না’

নাজিম উদ্দীন আহমেদ এমপি। ফাইল ছবি

সচিবদের পিয়নরাও সংসদ সদস্যদের দাম দেন না বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ।

সোমবার (১৭ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় মডেল মসজিদ নির্মাণ নিয়ে জটিলতার বিষয় সংসদকে জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাজিম উদ্দীন আহমেদ অভিযোগ করে আরও বলেন, এমপির মূল্য নেই আমলার কাছে। সচিবরা সংসদ সদস্যদের মূল্যায়ন করেন না, সম্মান করেন না। অপপ্রচার বন্ধে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দেয়ার দাবিও করেন তিনি।

Exit mobile version