Site icon Jamuna Television

ইয়াবাসহ সাবেক বিজিবি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরের কাঠালবাড়ি স্পীডবোট ঘাট থেকে প্রায় হাজার পিচ ইয়াবাসহ চাকুরীচ্যুত এক বিজিবি সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ দুপুরে গোপন সংবাদের জেলার কাঠালবাড়ি স্পীডবোট ঘাট এলাকায় অভিযান চালায় শিবচর থানা পুলিশ। এসময় রেজাউল করিম হাওলাদার(৩৫) নামের এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ২০ পিচ ইয়াবা পায় পুলিশ। রেজাউল বিজিবির চাকুরিচ্যুত সদস্য বলে দাবি করেছেন। ৪ বছর আগে তিনি চাকুরীচ্যুত হন বলে জানান। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রেজাউল করিম হাওলাদার(৩৫) জেলার সদর উপজেলার পূর্ব পাচখোলার সামচুদ্দিন হাওলাদারের ছেলে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া জানান, রেজাউল চিহিৃত মাদক ব্যবসায়ী। সে নিজেকে চাকুরিচ্যুত বিজিবি সদস্য দাবি করছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version