Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের দূরন্ত সূচনা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে দূরন্ত সূচনা করেছেন রাফায়েল নাদাল। মার্কোস গিরোনকে ৩টি সেটেই সরাসরি হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড টেনিস তারকা।

পায়ের ইনজুরির কারণে ৫ মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। তবে অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্তভাবে ফিরে এলেন এই টেনিস তারকা। এদিন নাদালের কাছে পাত্তাই পাননি যুক্তরাষ্ট্রের গিরোন। হেরেছেন ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডে জার্মানির ইয়ানিক হফম্যানের বিপক্ষে খেলবেন নাদাল।

আরও পড়ুন: উইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

ইতিহাস সৃষ্টিকারী ২১ তম গ্র্যান্ডস্ল্যামের পেছনে ছুটছেন রাফায়েল নাদাল। প্রথম ম্যাচে সহজ্রেই জয় পেয়ে উল্লসিত এই টেনিস তারকা বলেছেন, গত কয়েকটি মাস খুব কঠিন ছিল। ছিল অনেক সন্দেহ। কিন্তু এখন আমি এখানে আর এই চমৎকার স্টেডিয়ামে খেলতে পেরে খুবই আনন্দিত।

আরও পড়ুন: ‘বাধ্য হয়েই অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি’

Exit mobile version