Site icon Jamuna Television

ফিলিস্তিনপন্থীরা হ্যাক করলো ইসরাইলের সরকারি ওয়েবসাইট

ফিলিস্তিনপন্থী  হ্যাকাররা ইসরাইলের কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে।  হ্যাক করে ওয়েবসাইটের হোম পেজে ‘জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী’ এরকম ছবি প্রকাশ করা হয়েছে।

ভূমি দিবসে গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হওয়ার পর মঙ্গলবার ইসরাইলের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। হ্যাক করা ওয়েবসাইটগুলো হলো- সিটি করপোরেশন, হাসপাতাল, জাতীয় অপেরা হাউস ও এক স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইট।

এমনকি হ্যাক করা ওয়েবসাইটগুলোতে সংগীতও শোনা যাচ্ছে। যাতে আরবিতে বলা হচ্ছে-আমরা আমাদের শহীদদের ভুলি নাই।

এদিকে জানা গেছে যে, ছদ্মবেশী সংগঠিত এই  হ্যাকিং দল এর আগেও ইসরাইলের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিলো। ২০১৩ সাল থেকে ফিলিস্তিনের পক্ষে এরা ইসরাইলের ওয়েবসাইট হ্যাক করে আসছে।

উল্লেখ্য, ইসরায়েলের দখল করা নিজ ভূমিতে ফেরত যাওয়ার দাবি জানিয়ে শুক্রবার থেকে ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেয় ফিলিস্তিনিরা।

 

 

 

Exit mobile version