Site icon Jamuna Television

সচিব হলেন ৬ কর্মকর্তা

ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী জনপ্রশাসনের ছয়জন কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করে। এরপর আলাদা আদেশে তাদের আগের দফতরেই পদায়ন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সালাম, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিসুর রহমান এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সচিব করেছে সরকার।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব মো. শামসুল আরেফিন এবং ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় কর্মরত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক নাসরিন আক্তারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Exit mobile version