Site icon Jamuna Television

করোনার টিকা না নিলেই জরিমানা!

ছবি: সংগৃহীত।

ইউরোপের দেশ গ্রিসে জারি করা হয়েছে কঠোর এক আইন। যাদের বয়স ৬০ হয়ে গেছে কিন্তু টিকা নেননি বা নিতে চান না তাদের প্রতি মাসে সরকারকে জরিমানা দিতে হবে।

জানুয়ারি মাস থেকেই এমন আইন জারি করেছে গ্রিস সরকার। জানুয়ারি মাসে এই জরিমানার পরিমাণ হবে ৫০ ইউরো। ফেব্রুয়ারিতে যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হবে ১০০ ইউরো। টিকা না নেয়া পর্যন্ত দেয়া লাগবে এই জরিমানা।

গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী থানোস প্লেভরিভস জানান, ট্যাক্স অফিসের মাধ্যমে এই জরিমানা আদায় করা হবে। আদায়কৃত জরিমানার এই টাকা ব্যয় হবে স্বাস্থ্যখাতেই। বয়স্কদের ওপর জরিমানার কারণ হিসেবে তিনি বলেন, বয়স্করাই হাসপাতালে বেশি প্রভাব ফেলছে তাই তাদের ওপর জরিমানার বিধান জারি করা হয়েছে।

গ্রিসের মোট জনসংখ্যার মোট ৭০ শতাংশ মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন। পপুলেশন রেফারেন্স ব্যুরোর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ বয়স্ক লোকদের দেশসমূহের মধ্যে গ্রিস বিশ্বে সপ্তম। দেশটির জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৬০ বা এর চেয়েও বেশি।

জেডআই/

Exit mobile version