Site icon Jamuna Television

শাবিপ্রবির ঘটনায় নিন্দা জানিয়ে শিরোনামহীনের স্ট্যাটাস

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে ফেসবুকে শিরোনামহীনের অফিসিয়াল ফ্যান পেজে স্ট্যাটাস দিয়ে নিন্দা জানায় জনপ্রিয় ব্যান্ডটি।

শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে স্ট্যাটাসটিতে বলা হয়- শাবিপ্রবির সাধারন নিরস্ত্র ছাত্র ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। অনতিবিলম্বে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান চাই। শিক্ষাপ্রতিষ্ঠান এর মর্যাদা এবং সম্মান এভাবে কলুষিত করার অধিকার কারোই নেই, সুস্থ চিন্তায় ফিরে আসুন, সময় হারিয়ে যাবার আগেই সঠিক সিদ্ধান্ত নিন।

শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে শিরোনামহীনের স্ট্যাটাস।


স্ট্যাটাসের শেষে শাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে #Stand_for_SUST হ্যাশট্যাগও দিয়েছে শিরোনামহীন।

/এসএইচ

Exit mobile version