Site icon Jamuna Television

রজনীকান্তের জামাতা থাকছেন না ধানুশ

বিয়ের প্রায় ১৮ বছর পর আকস্মিকভাবেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও তার স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত। এক টুইটে জনপ্রিয় এ দম্পতি তাদের এমন সিদ্ধান্তের কথা জানান। ভারতীয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়ার সাথে বিবাহ বিচ্ছেদের ফলে আর তার জামাতা থাকছেন না ধানুশ।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে এক টুইট বার্তায় ধানুশ লিখেছেন, বন্ধু, দম্পতি, বাবা-মা এবং শুভাকাঙ্খী হিসেবে দীর্ঘ ১৮ বছর একসাথে থেকেছি আমরা। এই সময়টা আমাদের বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেয়ার। আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পথ আলাদা গেছে। ঐশ্বরিয়া এবং আমি দম্পতি হিসেবে আর একসাথে থাকছি না।

অন্যদিকে একই পোস্ট টুইট করেছেন ঐশ্বরিয়া। তিনিও এ খবর নিশ্চিত করে লেখেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ রইলো।

Exit mobile version