Site icon Jamuna Television

টোঙ্গায় সুনামিতে নিখোঁজ ব্রিটিশ নারীর লাশ উদ্ধার

দ্বীপদেশ টোঙ্গায় অগ্নুৎপাতের পর সুনামিতে নিখোঁজ ব্রিটিশ নারী অ্যাঞ্জেলা গ্লোভারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন ওই নারীর স্বজনরা।

ওই নারীর ভাই বলেন, স্বামীর সাথে উপকূলে অবস্থান করছিলেন অ্যাঞ্জেলা। সুনামির তাণ্ডব মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় তাকে। তবে গাছে চড়ে রক্ষা পেয়েছেন তার স্বামী। নিহতের স্বজনরা জানান, একটি ট্যাটু পার্লারের সহ ব্যবস্থাপক ছিলেন তিনি। এছাড়া কুকুরদের একটি আশ্রয়কেন্দ্রও চালাতেন অ্যাঞ্জেলা।

প্রশান্ত মহাসাগরের তলদেশে গেলো শনিবার হঠাৎই শুরু হয় অগ্নুৎপাত। এরপরই সুনামির তাণ্ডব চলে গোটা অঞ্চলে। বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপটিতে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।
/এডব্লিউ

Exit mobile version