Site icon Jamuna Television

বিদ্বেষমূলক বক্তব্যের দায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে জরিমানা

ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্যের দায়ে ফ্রান্সের উগ্র ডানপন্থী এক প্রেসিডেন্ট প্রার্থীকে জরিমানা করেছে দেশটির আদালত। সোমবার (১৭ জানুয়ারি) এরিক জেমোর নামের ওই প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে এক টিভি অনুষ্ঠানে অভিবাসী কিশোরদের চোর, ধর্ষক এবং খুনি বলে আখ্যা দেন। এর পরই শুরু হয় বিতর্ক। এই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ শুনানির পর রায়ে তাকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়।

যদিও এরিকের আইনজীবী জানিয়েছেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। এছাড়া রায়ের প্রতিক্রিয়ায় এরিক জেমোর অভিযোগ করেন, তার বাকস্বাধীনতা সীমিত করা হয়েছে।

মূলত, ওই সময়ে এক পাকিস্তানি অভিবাসী তরুণের চালানো ছুরি হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্বেষমূলক ওই মন্তব্য করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version