Site icon Jamuna Television

বিশ্বজুড়ে একদিনে আরও ১৯ লাখ করোনা শনাক্ত

ছবি: প্রতীকী

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৯ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে আরও ৫ হাজার মানুষের।

দিনে সর্বোচ্চ ৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে মারা গেছেন ৪ শতাধিক রোগী। সোমবার দ্বিতীয় সর্বোচ্চ ভারতে ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। মারা গেছেন ৩শ’র বেশি।

এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে বেশি ৬৭০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে দেশটিতে শনাক্ত হয়েছে মাত্র ৩০ হাজার রোগী। ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ব্রাজিল ও আর্জেন্টিনায় মারা গেছে ১ থেকে ৩ শতাধিক করে মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার।

ইউএইচ/

Exit mobile version