Site icon Jamuna Television

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৭

ছবি: সংগৃহীত

সুদানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে প্রাণ গেলো আরও ৭ জনের। গত বছর সেনা অভ্যুত্থানের পর দেশটির সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

সেনাশাসনের বিরুদ্ধে সোমবার আবারও উত্তাল হয়ে ওঠে সুদান। সকাল থেকেই মূল সড়কগুলোয় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। টায়ার পুড়িয়ে বিক্ষোভ জানায় তারা। খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে রওনা হয় হাজারো নাগরিক। প্রাসাদ থেকে ২ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেয়া হয় শহরের মূল সড়ক। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ।
আরও পড়ুন: মাস্ক না পরায় পুলিশকর্মীকেই টেনেহিঁচড়ে গাড়িতে তুললো পুলিশ!
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলিও ছোড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই বেসামরিক সরকারের দাবিতে চলছে বিক্ষোভ।

ইউএইচ/

Exit mobile version