Site icon Jamuna Television

প্রেমিককে বিয়ে করছেন না শিল্পার বোন!

ছবি: সংগৃহীত।

‘বিগ বস ১৫’ এ শিল্পা শেঠির বোন শমিতা শেঠি আর রাকেশ বাপটের প্রেম বেশ চর্চায় আছে। শোনা গেছে তাদের রসায়ন অনুষ্টানের সেট ছাড়িয়েও ব্যক্তিগত জীবনেও বেশ খানিকটা এগিয়েছে। সম্প্রতি অনুষ্ঠানের এক পর্বেই শমিতা জানান, চলতি বছরেই বিয়ে করছেন তিনি। তবে পাত্র যে রাকেশ নন তার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিগ বস এ সেটে এক জ্যোতিষী এসেছিলেন গত পর্বে। যিনি প্রত্যেক প্রতিযোগীর ভবিষ্যৎবাণী করছিলেন। শমিতাকে তিনি জানিয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে শমিতার। পাত্র অতি সাধারণ। কিন্তু বিয়ের পরে তার ভাগ্য খুলে যাবে। শমিতার বিবাহিত জীবন সুখের হবে। একটি ছেলে এবং একটি মেয়ে হবে শমিতা এবং তার স্বামীর।

এরপরই চলতি বছরে বিয়ে করার বিষয়ে জানান শামিতা। তবে পাত্র কে তা জিজ্ঞেস করা হলে রাকেশের কতা এড়িয়ে যান শামিতা। বলেন, তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।

শমিতার এই কথায় কিছুটা ইঙ্গিত মেলে, বিয়ে করলেও স্বামী হিসেবে পছন্দের তালিকায় নেই রাকেশ। তবে পাত্র কে? সে কথা প্রকাশ করেননি তিনি।

এসজেড/

Exit mobile version