Site icon Jamuna Television

দিনাজপুরে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে রজনীগন্ধা নামের একটি আবাসিক হোটেল থেকে মাইদুল ইসলাম তানিম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইদুল ইসলাম তানিম পাবনার সাথিয়া উপজেলার পাইকর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মাইদুল ইসলাম বেসরকারি টাওয়ার কোম্পানিতে কর্মরত আছেন এমন তথ্য দিয়ে গত ৮ জানুয়ারি বিরামপুরের রজনীগন্ধা আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষটি ভাড়া নেন। আজ সকালে হোটেলের ভাড়া আদায়ের জন্য রুমের পাশে দরজায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেলে ম্যানেজার বিরামপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

মরদেহ উদ্ধার করে বিরামপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version