Site icon Jamuna Television

যশোরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বড়বাড়ীয়া খাল থেকে শাকিব হোসেন (১৯) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শার্শা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শাকিব হোসেন শার্শা উপজেলার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এলাকাবাসী জানান, গতরাতে শাকিবের ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়া হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য জোরদার অভিযান শুরু করেছে পুলিশ।

Exit mobile version